পাগলা গারদ

পাগলা  গারদ
                     
                     বদ্রীনাথ পাল
ঘরটি আমার পাগলখানা, দেখবে যদি এসো ভাই--
এমন মজার পাগলা গারদ ভূ-ভারতে কোথাও নাই !
শীত গ্ৰীষ্ম হোক্ না যতই, হোক্ না যতই ঝড় বাদল--
তিন ক্রোশ পথ হাঁটেন দাদু, যাক্ পৃথিবী রসাতল !
দিদু খাবেন আয়েশ করে ভাতের পরেই ছেঁচা পান--
সন্ধ‍্যে হলেই তারস্বরে গেয়ে ওঠেন খেয়াল গান।
বাবার মেজাজ বড়ই কড়া, গোঁফ দেখে তাঁর লাগবে ভয়--
সেই গোঁফে তেল দিতে যেয়েই সারাদিনটা করেন ক্ষয় !!
মায়ের কথা বলবো কি আর, ঠিক যেন তাঁর দশটা হাত--
বন্ বন্ বন্ চরকি ঘোরেন সকাল থেকে প্রহর রাত।
একা আমিই ভালো আছি, নেইতো আমার কোনোই দুখ--
কাণ্ড দেখে ওদের হাসি, এটাই আমার পরম সুখ।
-----------------------------------------------------------------
         বদ্রীনাথ পাল
পুরুলিয়া, পশ্চিম বঙ্গ, ভারত
-----------------------------------------------------------------