প্রতিবাদী নেতা শেখ মুজিব

প্রতিবাদী নেতা শেখ মুজিব

আছিয়া হক (তিথি)

জন্ম আমার হয়নি তখন

শুনেছি বাবার মুখে,

দেশের জন্য শেখ মুজিবের

জীবনটা কেটেছে বড়ই দুখে।

এই দেশটা ছিল তখন 

এক জানোয়ারের পরাধীন,

সাহস নিয়ে নেতৃত্ব দেন

করবেই এই দেশ স্বাধীন।

মুখে তাঁর ভাষা ছিল 

চাইনা কোন আপোষ,

স্বাধীনতা চাওয়াতেই

হলো কি তাঁর দোষ।

মনের আশা যত ভালোবাসা

শুধু সোনার বাংলা গড়া,

বাংলার মাটি আর মানুষের

হাঁসি দেখে ভরাবে এই ধরা।

জনতার ভালোবাসায়

উদাসীন ছিল তাঁর মন,

আয়েশে কাটেনি জীবন

চায়নি কোন অমুল‍্য ধন।

সইতে পারতো না তিনি কভু

জুলুম অন্যায় অবিচার,

দেশের জন্য প্রতিবাদ করে

নির্দোষে যান কারাগার।

এতো ত‍্যাগ স্বীকার দেশের ত্বরে

যত কষ্টে জীবন দিলেন তিনি,

জাতি আর এই দেশ

চির দিন তাঁহার কাছে ঋণী।

নুতন প্রজন্মের কাছে তাঁহার

কাহিনী হয় যেন প্রকাশ,

স্বর্ণ অক্ষরে লেখা হয় যেন

মহান নেতার পুরো ইতিহাস।