শারদ কন্যা

শারদ কন্যা

সুব্রত চৌধুরী

শারদ রানীর রূপের খোঁজে শারদ কণ্যা পথে

 নদীর পাড়ে কাশের বনে সাদা মেঘের রথে।

কাশবালিকা সামনে এসে বললো তাকে হেসে

কাশের বনে এলে কণ্যা কাশকে ভালোবেসে।

কাশের বনে বেড়ায় কণ্যা রেনু মেখে গায়ে

মাথার ওপর মেঘবালিকা ভাসে মেঘের নায়ে।

সিল্কি চুলে শিউলি ফুলে আগমনীর সুরে

মনবলাকা ডানা মেলে হারায় অচিনপুরে ।

টুপ টুপা টুপ শিশির ঝরে টিনের চালে সুখে

জোসনা এসে দেয় যে চুমু শারদ কণ্যার মুখে।

দুর্বা ঘাসে শিশির হাসে রোদের জরি গায়ে

শারদ কণ্যা যায় যে ভেসে খুশির পালের নায়ে।

লেখক- ছড়াকার, আটলান্টিক সিটি