বিষের বাঁশি

বিষের বাঁশি

রুকসানা রহমান

শব্দহীন ভোর কে ঠেলে দুপুরের গনগনে রৌদ্দুরে

বাতাস ছুঁয়ে যায় সূর্য ডোবার আগেই মেঘভেঙ্গে অকাল সন্ধায় বৃষ্টির রিমঝিম সুরে ভেসে আসে

অতীতের সেই কন্ঠের বজ্রধ্বনি।

সেই নিষিদ্ধ রাত্রির আঙরাখা আগুনের ফুল দেহের

সিক্ততায় ছুঁয়ে থাকা অতলান্ত ঝিনুকের বুকের মুক্তো সবই ছিঁড়ে -খুঁড়ে শেষে থেমেছিলো ঝড়ঘোর

কাকাতুয়া...! 

আমি জলশঙ্খ ভেসে যাই ছেঁড়া লিপি অক্ষরের

ভালোবাসার তুফানের ভাষায় ছিন্নহৃদে কামনার স্রোতে

নির্মমরৌদ্র ক্ষত খুঁড়ে খায় বক্ষ।

সময়ের হাতে হাত রেখে ভুল চিনি তবুও অতীত

আমার দুয়ারে নির্ঘুম রাতে নিঃশব্দে দাঁড়িয়ে ঘননীল মেঘ বসন্ত এলে পরে

 বাজায় বিষের বাঁশি।