পরিবেশ

পরিবেশ

  জেবুন্নেছা জেবু 

   আমরা একটু ও অনুভব করছি না 

   খাবারে ভেজাল দূষিত পানি বাতাসে সীসা,  

   ধীরে ধীরে সব মানুষ হচ্ছে অসুস্থ 

  তবুও করছি না পরিবেশ নূন্যতম সুস্থ । 

    গাছ পালা বন কেটে বানাচ্ছি মরণ ফাঁদ 

    হারাচ্ছি ধীরে ধীরে জীবনের স্বাদ , 

    গড়ছি নিজেদের অভিশপ্ত জীবন 

   সুস্থতায় গড়তে হবে সুন্দর পরিবেশ ও ভুবন । 

   আমরা করছি বিল্ডিং ইমারত একদিকে ...

   পানির স্তর যাচ্ছে নীচে নেমে অন্যদিকে , 

   নিত্য আধুনিকতায় সব সুস্থতা হারাচ্ছে 

    ধীরে আবহাওয়া ও জীবন যাত্রা নস্ট হচ্ছে । 

   পানি ভূস্তর বায়ু মন্ডল নিয়ে ভাবি না 

   বাঁচতে করতে হবে উন্নত চিন্তা ভাবনা , 

    বাড়াতে হবে পরিচ্ছন্নতা আর সুস্থতা 

      সব ঠিক করতে জরুরী সদ্য পরিকল্পনা ।  

    এতো গাড়ী বাড়ি দিয়ে হবে কি? 

    অসুস্থ জীবনে বাঁচা হয় যদি!

    একটু ভাবুন আশে পাশে দেখুন 

    অসুস্থতায় বাঁচে এখন সর্ব মানুষ জন ।   

   মশা মাছি তেলাপোকা বাড়াচ্ছি হরদম 

   ময়লা আবর্জনা পরিষ্কার করি না একদম , 

   নিজদের গৃহ করছি ভেতরে শুধু সুন্দর

   ভাবি না মূলতঃ নিঃশ্বাসটা প্রকৃতির । 

   যা খেয়ে বাঁচি তা নিয়ে করি অবহেলা 

   ডিম মুরগী মাছের খাবার ভেজালে ভরা , 

   চলছে কৃত্রিম সার রঙ প্রয়োগ অন্যায় 

   বন্ধ হউক অসাধু ব্যবসা অল্পের দুনিয়ায় । 

    গবাদি পশুর সঠিক খাবার ও সুস্থতা প্রয়োজন

    অত্যাধুনিক যন্ত্র জরুরী করতে ময়লা নিষ্কাশন , 

    করতেই হবে প্রচুর বনায়ন ও বৃক্ষরোপন 

     ভাবতে হবে সবার বাঁচাতে পরিবেশ ও জীবন ।