বিচিত্র কুমার এর গুচ্ছ কবিতা

বিচিত্র কুমার এর  গুচ্ছ কবিতা

(০১)

শীতের বুড়ি

শীতের বুড়ি এলো ফিরে

চাদর গায়ে দিয়ে,

কুয়াশা আর শীতল হাওয়া

তার সঙ্গে নিয়ে।

থরথরিয়ে কাঁপে বুড়ি

শীতের ছোঁয়া পেয়ে, 

পৌষ আর মাঘ তার

ঠাণ্ডা দুটি মেয়ে।

কাঁথা জরিয়ে শীতের বুড়ি

খকখকানি কাশছে,

হিমেল হাত্তয়া শীতল ছোঁয়া

সারা দেশে আসছে।

(০২)

শীতের ছড়া

শীতের সকাল যায় না দেখা

ঐ ছোট্ট গ্রাম টা,

শিশির ঝরে ঠান্ডা লাগে

বের হয়ে যায় যেন দমটা।

কেউবা জ্বালায় খড়কুটা

কেউবা শীতে কাঁপে,

সূর্য মামা দেয় না দেখা

সবাই তাকে শাপে।

পাখি গুলোও আগে মতো

আর জাগে না ভোরে,

রসের হাড়ি হাতে নিয়ে

কেউবা ফিরে ঘরে।

কৃষক মুখে যায় শুনা

দুঃখ সুখের গান,

ঘরে ঘরে পিঠা পুলি

শীতেই মাতে প্রাণ।

(০৩)

শীতের ছোঁয়া

ঘর থেকে বের হয়ে রোদের আগমন 

হালকা শীতে ফুরফুরিয়ে নেচে ওঠে মন,

পায়রা গুলো উড়ে ফিরে ঝরে শিশির কণা

খোকাখুকি খেলা করে রঙের আলপনা। 

কচি ডানায় উড়তে থাকে প্রজাপতির রঙ

শীতের সাজে খোকাখুকি করে কত ঢঙ,

ঝিরিঝিরি হীম কুয়াশা ছুটে যায় আকাশে

চিকিমিকি রৌদ্র হাসে দূর্বাঘাস বাতাসে।