বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সংকট তৈরী হয়েছে তা থেকে উত্তীর্ণের জন্য নীতি নির্ধারকদের বাঁকা মনকে সোজা করতে হবে

বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সংকট তৈরী হয়েছে তা থেকে উত্তীর্ণের জন্য নীতি নির্ধারকদের বাঁকা মনকে সোজা করতে হবে

————-অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক-গবেষক খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সংকট তৈরী হয়েছে তা একদিনে বা অল্পদিনে তৈরি হয়নি। বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ইংরেজরা ভেঙে দিয়েগেছে। স্বাধীনতার পর বারবার শিক্ষার উন্নয়নে শিক্ষা কমিশন গঠিত হয়েছে, কিন্তু কেউ দেশ-জাতির চিন্তা-ভাবনা করে নীতি নির্ধারণ করতে পারেননি বলে আজ শিক্ষার এই খারাপ অবস্থা। পারেননি কেন, এর উত্তরে বলবো তাদের বাঁকা মন। আমরা মনে করি এই সংকট থেকে উত্তীর্ণের জন্য নীতি নির্ধারকদের বাঁকা মনকে সোজা করতে হবে।
মঙ্গল বার (২৭ ফেব্রুয়ারি ০২৪) সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার উদ্যোগে আয়োজিত  বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অত্র মাদরাসার সভাপতি কবি ও গবেষক সৈয়দ মুমিন আহমদ মবনুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন সৈয়দপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদির উপস্থাপনা ও নাজমুস সাকিবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাদারাসার নির্বাহি মুহতামীম হাফেজ মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আজিজুর রহমান আরেফি, মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন। 

ক্যাপশন : বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছে অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ