লন্ডনে প্রবাসী বিশ্বনাথবাসীর ভালোবাসায়  সিক্ত হলেন সাংবাদিক জাকির হোসেন কয়েছ

লন্ডনে প্রবাসী বিশ্বনাথবাসীর ভালোবাসায়  সিক্ত হলেন সাংবাদিক জাকির হোসেন কয়েছ

বাংলাভাষী ডেস্ক 

প্রবাসী বিশ্বনাথবাসীর ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক জাকির হোসেন কয়েছ । লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে জয় লাভ ও বছরজুড়ে সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ কাভার করার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভুষিত হওয়ায় সোমবার সন্ধ্যায় নিজ এলাকাবাসী আয়োজন করে এক 'আনন্দ সন্ধ্যা'। 
পূর্ব লন্ডনের মায়েদা গ্রীল রেস্টুরেন্টে আনন্দঘন এই আয়োজনে বিশ্বনাথের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার জাহেদ বখত চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদসহ বিশ্বনাথের শতাধিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।


 
বক্তারা জাকির হোসেন কয়েছকে একজন নিবেদিতপ্রাণ পেশাদার সাংবাদিক আখ্যা দিয়ে বলেন, যেখানেই সংবাদ জাকির হোসেন কয়েছ সেখানে। সংবাদটি কোন দলের সেটা বড় কথা নয়। দলমত নির্বিশেষে তিনি সংবাদকেই প্রাধান্য দিয়ে থাকেন । তাঁর কাছে সংবাদটাই প্রথম । তিনি মানবিক মুল্যবোধ সম্পন্ন একজন মানুষ । এই বিলেতে হাতেগোনা যে ক'জন পেশাদার সাংবাদিক রয়েছেন, তাদের মধ্যে জাকির হোসেন কয়েছ একজন। বিলেতে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে জীবন নির্বাহ করা খুবই কঠিন । কিন্তু জাকির হোসেন তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে সাংবাদিকতাকেই একমাত্র পেশা হিসেবে বেছে নিয়ে সাফল্যের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন । ভবিষ্যতে প্রেস ক্লাবের শীর্ষ পদগুলোতে তিনি নেতৃত্ব দেবেন বলে আমরা আশাবাদী।


জাকির হোসেন কয়েছ তাঁকে সম্মান জানানোর জন্য প্রবাসী বিশ্বনাথবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
উল্লেখ্য, জাকির হোসেন কয়েছ সিলেট ও লন্ডনে প্রায় দুই যুগ ধরে নিজেকে সক্রিয়ভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত রেখেছেন । টিভি ওয়ান-এর সিনিয়র রিপোর্টার ও লন্ডন বাংলা ভয়েস অনলাইন-এর ফাউন্ডার জাকির হোসেন কয়েছ একসময় লন্ডন থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ ও পরবর্তীতে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ-এর নিউজ এডিটর ছিলেন ।