বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জি এম কাদের

বাংলাভাষী ডেস্কঃঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচন কীভাবে হবে ও জাতীয় পার্টি কীভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, তা কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। কিন্তু পরিবর্তনটা কী ধরনের হবে, তা সব দল মতের সঙ্গে কথা বলে এক মত হতে হবে।

এ সময় সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রহুল আমীন হাওলাদার, বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।