বিশুদ্ধ লাল শাড়ি

বিশুদ্ধ লাল শাড়ি

আমিনা তাবাসসুম

এখন ডাকে না কোনো সংগীত পাখি

ডাকে না কবিতা, সেঁজুতির আঁকা স্বপ্ন

কোলাহল ছেড়ে নির্জনে এসে বসি

যদি ভুল করে সুখ রাখে কার্পণ্য।

তবুও কেবল ভোরের মতোই একা

গাছ লিখে রাখে আদুরে রোদের যত্ন

তখনও আমি তোমার হৃদয়ে বসে

আঁধারে ফেলছি মুঠো করে রাখা রত্ন।

তুমি রেখে যাও মৃত্যুর মতো সঙ্গী

গলা চুমে তাকে আদরে ভুলিয়ে রাখি

এখন কি আর চোখে চোখে থাকে নৃত্য

কেবল দুচোখে যতনাটুকুই ঢাকি। 

তুমি নিশ্চিত একা থাকা কোনো কালে

আমার বুকে পাহাড় কাটবে রাস্তা

আঁকে বাঁকে তাই ভুলিয়ে দিয়েছি স্বপ্ন

আমিও কঠিন, হইনি তোমাতে সস্তা। 

এখন আসবে আলো আর যত সত্যি

প্রেম খুঁজে নেবে বুকের বসত বাড়ি

তোমার মিথ্যে, তোমার মৌন মিছিল

পেরিয়ে দেখবে বিশুদ্ধ লাল শাড়ি।