ভালোবাসি শুধু তোমায়

ভালোবাসি শুধু তোমায়

রাসেল আহমেদ সাগর 

তুমি পদ্মা নদীর নাম শুনেছো হয়তো 

কিন্তু পদ্মার বুকে ঢেউ এর আঘাত দেখোনি, 

যদি দেখতে তীব্র স্রোতের সেই ভয়ংকর আঘাত 

 তাহলে বুঝতে আমার বুকে যন্ত্রণা কতখানি । 

তুমি যমুনা সেতুর বিশাল সৌন্দর্য ব্রীজ দেখেছো, 

কখনো হয়তো ভাবনি নদীর গভীরতার কথা, 

যদি ভাবতে তাহলে বুঝতে তুমি 

তোমার জন্য আমার ভালবাসার বিশালতা। 

তুমি এবারেস্ট পাহাড় দেখেছো হয়তো  

বুঝতে চাওনি আকাশ চুয়ার কেন তার ব্যর্থ চেষ্টা, 

যদি বুঝতে তাহলে তুমি হতে জয়ী 

 কখনো হয়তো হতাম না তোমার চোখে আমি নষ্টা। 

তুমি বিশাল আকাশ টা দেখেছো শুধু 

দেখোনি কষ্টে জমা জল শুনোনি 

আর্তনাদের চিৎকার, 

যদি শুনতে শুধরে নিতে নিজেকে নিজে 

হৃদয় ভাঙার অপরাধে নিজেকেই দিতে ধিক্কার ।

তুমি ঝলমলে সূর্যের কিরণ দেখেছো ঠিক 

দেখোনি মেঘের কাছে হেরে যাওয়া তার কষ্টের হাসি, 

যদি দেখতে তাহলে অভিমান নয় 

চিৎকার করে বলতে আমি তোমায় শুধু তোমায় ভালবাসি। 

 আমি ভোগ বিলাসিতা নয়  

হৃদয়ের গভীর থেকে বলছি এখন ও তোমায় ভালোবাসি, 

তুমি আমার চন্দ তাঁরা কুয়াশা ভেজা সকাল, 

নিশি রাতের চাঁদ, রাখালের হাতের উতলা সুরের সেই বাঁশি। 

যে বাঁশির সুর সারাক্ষণ বাজে আমার কানে, 

মায়াবী চাঁদ মুখ ভাসে দুই নয়নে, 

হাজারো যন্ত্রণা বুকে নিয়ে ভালোবাসে শুধু তোমায়,

আনমনে আজও কাঁদে দুচোখ অতি গোপনে ।