যদি বৃষ্টি হতাম

যদি বৃষ্টি হতাম

রেবেকা সুলতানা রেবা 

মেঘলা আকাশ নদীতে ঢেউ

হতে পারে বৃষ্টি আজ।

বৃষ্টি এলে তুমি হাসো কেনো রোজ? বৃষ্টি যেনো তোমার মুখের হাসি।

যদি বৃষ্টি হতাম তোমার কান বেয়ে গলা ছুয়ে সবার সামনেই তোমার কোমর জড়িয়ে নিতাম।

 

বৃষ্টি যেন তোমার গোপন কষ্টের টলমল করা চোখের জলে।

যদি বৃষ্টি হতাম তোমার শরীরে মিসে যেতাম ভালোবাসার আবেশে।

বৃষ্টি যেন তুমি যা কিছু করেছো সবি ভুল।

যদি বৃষ্টি হতাম কফির কাপে উষ্ণতা নিয়ে তোমার ঠোঁটে লাগা আদর হতাম।

বৃষ্টি যেন একটু লেট হওয়ায়

আপন গতিতে ছুটে চলা ট্রেন।

যদি বৃষ্টি হতাম তোমায় একটা মেঘলা দুপুর দিতাম

ঝুম ঝুমিয়ে বৃষ্টি র জলে তোমার ভিজে যাওয়া জামার ভিতর মুখ লুকাতাম।

বৃষ্টি যেন এক মায়াবী এস্ট্রেস

যদি বৃষ্টি হতাম আমরা একি শহরে অলি গলিতে মিলে মিসে একাকার হতাম।

আর কিছু হই বা না হই

একান্ত তোমার হতাম।