ভাষা শহীদদের প্রতি লন্ডন বাংলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজমেন্ট কমিটির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি লন্ডন বাংলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজমেন্ট কমিটির শ্রদ্ধা

আনোয়ার শাহজাহান 

মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কের শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে লন্ডন বাংলা স্কুলের ম্যানেজমেন্ট, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় যুক্তরাজ্য একুশের প্রভাত ফেরী পরিষদের উদ্যোগে স্কুলের ম্যানেজমেন্ট, শিক্ষক ও শিক্ষার্থীরা আলতাব আলী পার্কে শহীদ মিনারে এসে হাজির হন। তারা সেখানে এক মিনিটের নীরবতা পালন করেন।

লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান, লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান বাংলা স্কুলের শিক্ষার্থীদের কাছে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, 'আজ আমরা বাংলায় নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে। তিনি ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।'

বাংলা স্কুলের শিক্ষক প্রফেসর মিছবা কামাল বলেন, 'একুশের চেতনায় উজ্জীবিত হোক বাঙালির হৃদয়। সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনো। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। '

বাংলা স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের ট্রেজারার সাইফুল ইসলাম বলেন, 'যে ভাষার জন্য এতো রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

উল্লেখ্য, ২০২৩ সালে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে পুর্ব লন্ডনে বাংলা স্কুল প্রতিষ্ঠিত হয়।