মা

মা

গোলাম রববানী 

পৃথিবীর যতো পবিত্রগ্রন্থ আছে নির্দ্বিধায় যাবে বলা

মা একটি অন্যতমগ্রন্থ।

পৃথিবীর যতো আলোকদীপ্ত শব্দ আছে তার মধ্যে মা একটি উজ্জ্বলতম ধ্রুবতারা।

পৃথিবীর যতো শক্তির আধার আছে সমস্ত শক্তির মূলেই রয়েছে মা। মা, আমার মা, আমাদের মা।

আলো শক্তি, শব্দ শক্তি কিছুই মায়ের ঊর্ধ্বে না।

পৃথিবীর যতো সফলতা আছে,

আছে যতো পৃথিবীর আনন্দধারা, তরুলতা 

পৃথিবীর যতো আলো আছে আলকোরানে গাঁথা 

কম কী আছে মায়ের মমতার আঁচলের ছোঁয়া

চন্দ্র সূর্যের বুকে অতো আলো নেই

আধুনিক প্রযুক্তির অতো ক্ষমতা নেই

যতো ক্ষমতা আছে পৃথিবীর সমস্ত মায়ের পবিত্র ঠোঁটে 

পৃথিবীর আদিলগ্ন থেকে আধুনিকে সব ভিন্ন

কখনো কেউ দেখেছে কী মায়ের মতো অভিন্ন!

মায়ের কোনো দেশ নেই মায়ের কোনো কাল নেই

মায়ের কোনো নির্দিষ্ট জাতি-ধর্ম-বর্ণ নেই

মায়ের কোনো নির্দিষ্ট কোনো দল-গোষ্ঠী নেই

মা তোমার আমার আমাদের জাতি ধর্ম গোত্রের 

মা বাতাসের মতো আকাশের দিকে তাকালেই

মা পাহাড়ের মতো স্রোতস্বিনীর দিকে তাকালেই

মা সূর্যের মতো লবনাক্ত সাগরের দিকে তাকালেই

মা অন্ধরাতের মতো আগুনপোকার দিকে তাকালেই

মা দুর্ভিক্ষের বিপরীতে উদরতার

মাতো সৃষ্টিকর্তার অংশ ভালোবাসার

মায়ের তুলনা উপমা মা মায়ের সমান কেউ হয় না

মা প্রকৃতির মতো সহ্য করে কতো বেদনা কতো যাতনা, মা প্রাণের প্রাণ, মা সত্য সুন্দরের সম্মান

মা মরণের বিপরীতে মৃত্যুহীন প্রাণ

মা মর্যাদার মা আত্মমর্যাদা, মা আলোকশক্তির 

মা আল্লার দেয়া সকলের এক অমূল্য দামী উপহার 

আমি অন্ধকারে আলো দেখি কালোর মাঝে ভালো

চারিদিকে কত সুন্দর প্রকৃতি মা যে তারচেয়ে আলো

মা যে ফোটাল মুখের বুলি বৃক্ষশাখে কলি

মা যে আমার হিরা মুক্তা অমূল্য সোনার মণি 

মা যে আমার নিঃস্বার্থ ভালোবাসা বিলানো রত্নখনি 

মা যে রোদবৃষ্টি ঝড়বাদলে সহ্যশক্তির এক নীড়পাখি

কবিতা বলে ভালোবাসি,গল্প বলে ভালোবাসি

উপন্যাস বলে ভালোবাসি, নাটক বলে ভালোবাসি

চলচ্চিত্র বলে ভালোবাসি, আমি প্রহসন বুঝি না

কেউ কেউ মুখে বলে আবার কেউ মুখে বলে না

কেউ কেউ ফেসবুক, টুইটার স্টাটাসে মাকে জানান দেয় ভালোবাসি

ক'জনে বুকে হাত রেখে বলতে পারি মা ভালোবাসি 

আসলেই হতে কি পেরেছি কেউ বায়েজীদ বোস্তামী

বিদ্যাশ্রমের প্রতি আমার কোনো আক্ষেপ নেই

নেই কোনো রাগ ঘৃণা অপবাদ 

মানুষের প্রতি আমার উদাত্ত আহবান আম্মাবাদ 

যারা মাকে ভালোবাসে না তারা আমার কেউ না