তেলে আগুন

তেলে আগুন

সৈয়দুল ইসলাম

তেল বাজারে তেলে আগুন

জ্বলছে দ্বিগুন ভাই,

গরিবের ওই তেল বাজারে

যাওয়ার সাধ্য নাই।

দিন আনে দিন খায় গরিব

আছে ভীষণ দুখে,

তেলের লিটার দুইশো টাকা

এইতো তারা সুখে।

মন্ত্রী মশাই পকেট তাঁরই

তেলের টাকায় ভরে,

গরিব মানুষ এইনা দেশে

যাক'না সবাই মরে।

তেল বাজিতে ভরে গেছে

লাল সবুজের দেশ,

তেলা মাথায় তেল দেয় যারা

হবে'না তার শেষ।