মুক্ত আকাশ

মুক্ত আকাশ

সি এম আমিনুল ইসলাম। 

ঘুড়ি উড়ছে এক আকাশে 

দেখছে বসে লোকে, 

নাটাই বিহীন ছাড়লে ঘুড়ি 

অশ্রু ঝরে চোখে। 

মুক্ত আকাশ দিলাম তোমায় 

চালাও ইচ্ছে মতে, 

দিনের শেষে দেখা হবে 

এক ঘাটে এক পথে। 

বন্ধু তোমার আকাশ কেন 

কালো মেঘে ঢাকা?

তুমি ছাড়া এই মহাকাশ 

পুরোটাই যে ফাঁকা। 

এমন কেন করছো বন্ধু 

তুমি আমার সাথে, 

নীল আকাশে উড়াও ঘুড়ি 

একেলা নিঝুম রাতে। 

আকাশের রং মলিন হলে 

হৃদয় হয় যে ক্ষত,

তুমি আমার এমন বন্ধু 

হাজার জনের মতো।