মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছে নেতা-কর্মীরা

মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছে নেতা-কর্মীরা

বাংলাভাষী ডেস্কঃঃ

ধর্মঘটের কারণে সকাল থেকেই ফাঁকা সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক। আর এই ফাঁকা সড়ক দিয়ে নির্বিঘ্নে আসছে খণ্ড খণ্ড মিছিল। ভোর থেকেই চলছে সিলেটমুখী মিছিলের আনাগোনা। বাদ্যযন্ত্রের তালে মিছিলসমেত বিএনপি নেতা-কর্মীদের গন্তব্য স্থল হচ্ছে আলীয়া মাদ্রাসা প্রাঙ্গন। গণসমাবেশের আগেই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে রাস্তায়ও লোকসমাগত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।

গণসমাবেশের সকল প্রস্তুতি শুক্রবার (১৮ নভেম্বর) বিকালের মধ্যেই শেষ করেছে সিলেট বিএনপি। বিভাগজুড়ে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে একদিন আগেই ভরে গেছে আলিয়া মাদ্রাসা মাঠ। শুক্রবার বিকালেই পুরো মাঠ নেতা-কর্মীতে পূর্ণ হয়ে যায়। রাতেও কিছুক্ষণ পরপর মিছিল সহকারে বিভিন্ন স্থানে থেকে আসতে থাকেন নেতা-কর্মীরা। শুক্রবার মধ্যরাত পর্যন্ত আলিয়া মাঠ হয়ে উঠে উৎসবের ময়দান। শুক্রবার রাতে গণসমাবেশ স্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সিলেটে শুরু হয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যার পরিবহন ধর্মঘট। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশের দাবি, আমাদের ধর্মঘট পূর্ব নির্ধারিত। হঠাৎ করে ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। পূর্ব নির্ধারিত ধর্মঘট থাকার কারণে আজ শনিবার সকাল থেকে মালিক সমিতির ডাকে সিলেটে পরিবহন ধর্মঘট পালন করা হবে।

তিনি আরও জানান, দাবি পূরণ না হলে আমরা বৃহৎ পরিসরে ধর্মঘটে যেতে পারি।

প্রসঙ্গত, নিত্য পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে শনিবার (১৯ নভেম্বর) সিলেটে অনুষ্ঠিত হবে বিএনপির গণসমাবেশ। বেলা ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।