মৃত্যুই জন্ম 

মৃত্যুই জন্ম 

নাবিলা নুপূর।

মানুষগুলো কোথায় যায় ?
কোন দেশেতে পাড়ি জমায়?
নতুন করে ঘর বাঁধায়।
আমায় কি তারা দেখতে পায় ?
স্মৃতিগুলো তো সব রয়েই যায় !
বুকের ভেতর প্রচন্ড এক কষ্ট হয়। 
ধরতে গেলেও অধরাই রয়। 
স্পর্শের বড্ড অভাব হয়। 
চারিদিকে শূন্যতা রয়। 
চিৎকারের ভাষা যেন নীরবতা হয়। 
এই ভেবে মন শান্ত হয়। 
নতুন যে ঠিকানায় তাদের জন্ম হয়,
সে জন্ম কে মৃত্যু কয়। 
বুকের ভেতরে আজন্ম এক কষ্ট রয়।