মাদকাসক্ত স্বামীর নির্যাতনের স্বীকার সুমি আক্তার তরুছায়া নারী নির্যাতন প্রতিরোদ কমিটির সাহায্যে আইনি ও অর্থনৈতিক সহযোগিতা লাভ।

মাদকাসক্ত স্বামীর নির্যাতনের স্বীকার সুমি আক্তার তরুছায়া নারী নির্যাতন প্রতিরোদ কমিটির সাহায্যে আইনি ও অর্থনৈতিক সহযোগিতা লাভ।

শেখ রওশন আরা নীপা 

লন্ডন থেকে পরিচালিত সিলেটের বালুচরে প্রতিষ্টিত তরুছায়া মহিলা সংস্থার প্রাক্তন শিক্ষার্থী সুমি আক্তার উক্ত প্রতিষ্ঠানে সেলাই প্রশিক্ষণনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে বিয়ের পিরিতে বসেন  স্বামী শ্রমিক দোলাল মিয়ার সাথে। কিন্তু বিয়ের পরবর্তী জীবনে সুখী হওয়ার স্বপ্ন দেখলে ও মাদকাসক্ত স্বামীর কারণে চলে আসে সংসারে অশান্তি  ও নির্যাতন।  জানা যায় অসৎ বন্ধুদের পাল্লায়  পড়ে দোলাল মিয়া ইয়াবা আসক্ত হয়ে পরে। এই কারণে দিন দিন তাঁর টাকা পয়সার দরকার হলে স্ত্রী সুমি আক্তারকে টাকার জন্য চাপ দিত, টাকা না দিলে তাঁর উপর  চলত অমানুষিক নির্যাতন। এক সময় নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সে তাঁকে ১০ ই আগস্ট ২০২১ ইং তারিখে ছুরিকাঘাত করে রক্তাক্ত করিলে সুমি আক্তারের আগত সন্তান নষ্ট হয়ে যায়। এই লোম হর্ষক ঘটনা নির্যাতিতার মায়ের কাছ থেকে শোনা।

তরুছায়া নারী নির্যাতন প্রতিরোদ কমিটির কর্মকর্তাগন জানিতে পারিলে,তাঁরা তাৎক্ষনিক ঘটনাকারীকে পুলিশে সোপর্দ করেন এবং সুমি আক্তারকে উসমানী মেডিকেল এ ভর্তি করে তাঁর চিকিৎসা নিশ্চিত করেন জানা যায় বর্তমানে  দোলাল মিয়া পুলিশি হেফাজতে রয়েছেন। কিন্তু সুমি আক্তার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। উল্লেখ্য তাঁর চিকিৎসার ভার তরুছায়া মহিলা সংস্থা গ্রহন করিলেও সুমি আক্তারের দুশ্চিন্তার অবসান হচ্ছেনা আগামী ভবিষ্যতের জন্য

 সুমি আক্তার তাঁর ৫ বছরের ছেলে সন্তানকে নিয়ে বর্তমানে মা বাবার সাথে রয়েছেন। সুমি আক্তার প্রশাসন ও সমাজের নেতৃস্থানীয় লোকের সহযোগীতা চেয়েছেন আজকের সিলেট পত্রিকার মাধ্যমে। এই অসহায় নারীর জন্য সমাজ ও দেশ সহযোগিতার হাত বাড়াবে এটাই সবার প্রত্যাশা।