মানুষ হতে পারিনি

মানুষ হতে পারিনি

রাজেশ কবিরাজ

মানুষ গুলো বড় অসহায়,

কষ্ট পেলে খোলা আকাশের

নিচে বসে থাকতে দেখা যায় ;

আবার কাউকে জাপটে ধ'রে -

তারা নতুন করে উঠে দাঁড়ায় ।

মানুষ গুলো প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন

সমস্যার সঙ্গে যুদ্ধ করে,

আবার ক্লান্ত শরীরে পায়ে হেঁটে

ফিরে আসে তার আপন ঘরে ।

আমরা মানুষ হয়েও মানুষ

হতে পারি নি কোনদিন,

কিছু না কিছু ক্ষোভ থেকে গেছে চিরদিন !

কোনদিন হতে পারেনি স্বাধীন ।

মানুষ গুলো দেখা যায় বোবার মত,

নিঃশব্দে বয়ে বেড়ায় তাদের বুকের ক্ষত ।

মানুষ গুলো দেখতে ভিন্ন রকম হলেও 

' সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই '

বাণীটি যেমন সত্য !

আমাদের ভিতরে নেই সেই -

' মান আর হুশ ' আমরা ব্যর্থ ;

আমরা চিরকাল দেখি নিজের স্বার্থ ।

রক্তে-মাংসে আমরা মানুষ, আমরা জানি !

কিন্তু আমাদের ভিতরে'র মানুষটাকে

কোনদিন জাগিয়ে তুলতে পারিনি ।

আমরা মানুষ হয়েও মানুষ -

হতে পারিনি কোনদিন,

আমরা স্বাধীন দেশের মানুষ হয়েও -

ধর্মের ভেদাভেদে এখনো আমরা পরাধীন ।