শুদ্ধকল্যাণ

শুদ্ধকল্যাণ

মোনালিসা চট্টোপাধ্যায় 

নিবিড় কল্যাণে গান হাওয়ায় হাওয়ায় , 

শুদ্ধরাত্রির গমন কিম্বা; দেখা না দেখায় বিম্ব জলের অধিক স্থায়ী ছায়া যাকে প্রমত্ত উন্মাদ করে নিজ আত্মা ; ক্রমশ গ্রীবায় নেমে আসে স্বর সূর্যাস্ত সংকেতে ; 

স্পষ্ট এক আলিঙ্গন...ফুসফুসে হাওয়া দেয় 

জীবনের যে কবিতা ক্ষত উপসম করে 

চিহ্ন কিছু অপরূপে জোছনার ঘরবাড়ি 

গান আমাকে নক্ষত্রে নিয়ে যায় 

আলোছায়া পথে , সমভূমি ছেড়ে যায় রামধনু 

আমি কী তেমন অস্তিত্বের আকাশ দিগন্তে সুরকন্যা 

সুতীব্র নেশায় শুধু গাই শুদ্ধকল্যান ছায়ায় দৃশ্য ।

নতুন বৃষ্টির পর চকচকে পাতা বেজে যায় 

নিরিবিলি ঘাটে স্মৃতি যদি স্মরণে ফোটাই

আলিঙ্গনে দোলে শুধু সোহাগ সঙ্গীত ।