মেষপালকের মতো

মেষপালকের মতো

দীপ্তি চক্রবর্তী 

মেষপালকের কথা লিখতে গেলে

সেদিন তুমি আামাকে তিরস্কার করেছিলে

অথচ তুমি হয়তো জানোই না

আগের জন্মে আমিও একজন মেষপালক ছিলাম

আমার নাম আর হৃদয়ের 

ঠিকানা ছিলো কোনো এক.. 

তোমাকে আমার সেই পোশাকি নামটা কখনো 

বলাই হয়ে ওঠেনি

যেটা ছিলো আমার সবচেয়ে প্রিয়

আসলে তুমি কখনো জানতেই চাওনি

আমি কেমন আছি

কখনো জানতে চাওনি ঠিকানা 

কখনো জানতে চাইলে হয়তো ঠিক দেখাতাম

আমার বুকের আকাশে তুমি ঠিক কোন তারাটা

আসলে নক্ষত্রের স্বরলিপি লিখতে লিখতে 

আমি খুঁজে চলেছি

হৃদয় চেপে রাখা যন্ত্রণার স্বরলিপির আত্মকথা।