যদি চলেই যাবে

যদি চলেই যাবে

 হাসান ফরিদ

যদি চলেই যাবে তবে বলেই যেতে পারতে;

আমি কিছুই মনে করতাম না তাতে...

পরন্ত খয়েরি বিকেলবেলার হাত ধরে

আর কেউ হাঁটলেও তুমি যে হাঁটবে না--

তা নিশ্চিত ছিলাম;

আর ছিলাম বলেই আমি কখনো হতে চাইনি

তোমার পুরো দিনটা।

আমি জানতাম তুমি আমার মুখোমুখি বসে

এই যে এক কাপ কফি খাচ্ছ--

এ তোমার নিছক ভদ্রতা, সৌজন্যতাবশত তুমি

কথা রেখেছ মাত্র;

খানিকটা সময় কাটালে আমার সাথে

এই যা।

তুমি রঙিন চশমায় আগেই দেখে রেখেছিলে

তোমার সমান বয়সী এক বনসাই বৃক্ষকে--

যে তোমাকে শ্রীকৃষ্ণের মতো প্রত্নতত্ত্ব কায়দায়

জড়িয়ে ধরবে প্রকাশ্যে যখনতখন,

তোমার দেহ থেকে সব নাট-বল্টু খুলে করবে

যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা;

অবশেষে তুমি তার হাত ধরেই পালিয়ে গেলে--

আমি অবাক হইনি একটুও,

একদিন তুমি যাবে--আমি জানতাম;

তবে বলে গেলেই পারতে...