রোকেয়া স্মরণে

রোকেয়া স্মরণে

    শাহারা খান 

   নারী জাগরণের অগ্রদ্রুত, 

হে মহীয়সী নারী বেগম রোকেয়া,

তোমার নাম কারো নহে অজানা।

অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে,

নারীকে দিয়েছো তুমিই সুখের ঠি’কানা।

যে যুগে নারী শুধু পর্দা প্রথা মেনে,

অন্দর মহলেই থাকতো আবদ্ধ।

আরবি,উর্দু ভাষা ছাড়া সব শিক্ষাই,

তাদের জন্য ছিল নিষিদ্ধ।

সে যুগেই তুমি গভীর রাতে,

সকলে ঘুমানোর পরে,ভাইয়ের কাছে

ইংরেজী,বাংলা পাঠ করতে গ্রহণ।

ধীরে ধীরে তুমি এভাবেই করেছো,

শিক্ষার মতো অসাধ্য কে সাধন।

বিবাহের পরে স্বামীর কাছ থেকে,

পেয়েছো পড়ালেখার স্বাধীনতা যত।

তারই উৎসাহে সাহিত্য জগতে,

অবদান রেখে গেছো শত।

নারীবাদী হয়ে তুমি পুরুষকে কখনও

 করোনি হেয়।

তুমি বলেছো নারী,পুরুষ একই গাড়ির 

দু'টি চাকা।

একে ছাড়া অপর কে দিয়ে সমাজ উন্নয়ন হবে'না কভু রাখা।

তোমারই বদলৌতে নারী শুধু, 

আজ নহে কন্যা,জায়া,জননী।

পুরুষের সাথে পাল্লা দিয়ে, 

করছে তারা বিশ্ব জয়।

তাইতো তুমি আছো মোদের 

অন্তরে,আজীবন অক্ষয়।