রেল গাড়ি*

রেল গাড়ি*

কাজল দত্ত

বারো কামরা ঘর তার

ইয়া লম্বা গাড়ি,

কু-ঝিকঝিক ছুটছে দেখ

যাচ্ছি ভুতোর বাড়ি।

হাজার মানুষ নিচ্ছে গিলে

ছুটছে লোহার পর,

আমার বন্ধু ভুতোর বাড়ি

পাহাড় ঘেরা ঘর।

জানলা দিয়ে ছুটছে কত

গাছ পালা আর ঘর,

ছুটছে দেখ সূষ্যি মামা

ছুটছে তেপান্তর।

ভীষণ মজা,খাস্তা গজা

হাঁকছে থেকে থেকে,

আরও কত হরেক কিসিম

বিকোয় হেঁকে হেঁকে।

কু,ঝিকঝিক ছুটছে খানিক

যাচ্ছে কোথাও থেমে,

শতেক মানুষ উঠছে তখন,

শতেক যাচ্ছে নেমে।

ভীষণ মজার গাড়ি সে এক

দুলকি চালে চলে,

ছোট্ট আমার বন্ধুরা সব,চড়ে

দেখ,এমন মজার রেলে।