রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ’র দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ’র দাফন সম্পন্ন

বাংলাভাষী ডেস্কঃ 

কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা, বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার বাদ জুমা কলাবাড়ি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জানাজায় অন্যান্যের মধ্যে-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আমজদ,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: লাল মিয়া, মখজনুল উলুম কলাবাড়ি মাদ্রাসার মুহতমিম মুফতি মাওলানা আব্দুল মছব্বির, নায়েবে মুহতমিম হাফিজ মাওলানা ফজল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আলী আকবরসহ স্থানীয় বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে পক্ষ রাখেন-মরহুমের ছোট ভাই মো: তারা মিয়া। 

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ কলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলাবাড়ি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও উত্তর কলাবাড়ি জামে মসজিদের সভাপতি ছিলেন।