রক্ত দিয়ে কেনা বিজয়

রক্ত দিয়ে কেনা বিজয়

   --শেলী হক

বীর বাঙালির অসীম সাহস ছিলো না'তো ভয়,

দীর্ঘ ন'মাস যুদ্ধ করে ফিরে পেলো জয়।

কৃষক-শ্রমিক ছাত্র-যুবক সংগ্রাম করে যায়,

মৃত্যুর খাতায় নাম লিখিয়ে বিজয় তাঁরা পায়।

শপথ ছিলো পাকবাহিনীর সোনার বাংলার নাশ,

ক্ষমতার বল প্রয়োগ করে বাংলায় করবে বাস।

তাদের আশা চূর্ণ করলো বীরবাঙালির দল,

দেশের মাটি রক্ষা করতে ছিলো মনের বল।

রক্তক্ষয়ী যুদ্ধ হলো শূন্য মায়ের কোল,

তাঁদের জন্য আজকে মুখে বাংলাভাষার বোল।

বিজয় হলো ত্যাগ-তিতীক্ষা রক্তবাণের দান,

জীবন দিয়ে রাখতে হবে বীর-শহীদদের মান।

পাক-বাহিনীর মনের খায়েশ হয়ে গেলো শেষ,

রক্তক্ষয়ী সংগ্রামে ভাই বিজয় পেলো দেশ।

পরাজয়ের বরণ মালা পাক-বাহিনীর সাজ,

মুক্তিযোদ্ধা বীর-বাঙালি পরলো বিজয় তাজ।

রাজাকারের কুচক্রান্ত ভেস্তে গেলো সব,

লাল-সবুজের নিশান হাতে শোনো বিজয় রব।

ইতিহাসের পাতা জুড়ে মুক্তিযোদ্ধার নাম,

রক্তে কেনা এই বিজয়ের দিয়ো সবে দাম।