রোহিঙ্গা রেজুল্যুশন বাস্তবায়নের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাভাষী ডেস্কঃঃ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক রেজুল্যুশনগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এ আহ্বান জানান।

সভায় কানাডা, মিশর, গাম্বিয়া, সৌদিআরব, তুরস্ক, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির স্থায়ী পর্যবেক্ষণ মিশনের রাষ্ট্রদূত পর্যায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের চেষ্টা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবসনে সফলতা না আসার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের মতো ছোট আয়তনের দেশে বিশাল জনসংখ্যাসহ অনেক চ্যালেঞ্জ রয়েছে। তার ওপর মিয়ানমার থেকে আগত ১.২ মিলিয়ন রোহিঙ্গাকে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে আশ্রয় প্রদান করা কোনভাবেই বাস্তবসম্মত নয়।

এ অবস্থায় রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানে আবারও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।