শব্দের আর্তনাদ

শব্দের আর্তনাদ

অরনী চৌধুরী

মাঝে মাঝে শব্দরা হারিয়ে যায়

শব্দ খুঁজে বেড়াই 

খুঁজে বেড়াই চঞ্চলা ঐ হরিণীর চোখে

যে ছুটে চলে ঐ অরণ্যের মাঝে ।

তোমার ঠোঁটের এক চিলতে হাসিতে

কখনো কারো ভালোবাসাতে

শব্দের আর্তনাদে ।

শব্দগুলো খুঁজে বেড়াই 

বসন্তের স্নিগ্ধ সকালে

লাল লাল কৃষ্ণচুড়াদের মিছিলে ,

রোদেলা দুপুরে

শব্দ খুঁজি শব্দের হাঁট বাজারে ।

খুঁজে বেড়াই এ শহরে

ও শহরের অলিগলি তে

কিংবা কখনো চোরাবালিতে,

কখনো কখনো মেঘেদের ভীড়ে 

পাহাড় পর্বত সব পেরিয়ে ।

শব্দ খুঁজি সমুদ্রের বালুকণায়

শামুক ঝিনুকের মালায়

কখনো শান্ত নদীতে,

কখনো বা অশান্ত নদীর

ঢেউয়ের গর্জনেতে ।

কখনো বৃক্ষের পাতায় পাতায়

বট বৃক্ষের ছায়ায়

একটু একটু করে সব শব্দ নিয়ে

শব্দ গুলোকে কাব্যের ছন্দে দেই বিলিয়ে।