শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি

বহ্নিশিখা দাস 

বাকরুদ্ধ আজ,লেখনী স্তব্ধ - 

কি লিখি তোমায়! 

মনের মনিকোঠায় যার স্থায়ী বসবাস 

হে চিরঞ্জীব প্রণতি জানাই। 

সুরের আকাশে নক্ষত্র তুমি, 

তুমি এক ইতিহাস - 

কন্ঠ মাধুর্যের মোহময় মূর্ছনায় 

অক্ষয় অনির্বাণ। 

তুমি এক মহাকাব্য - 

কে বলে তুমি নেই! 

গানের ভুবন জুড়ে 

সর্বত্র বিচরণ জনে-জনে,

মন থেকে মনে, সারা ভুবনে 

রয়েছো সুরের পরতে পরতে মিশে। 

হে মহাপ্রাণ - 

সুর সম্রাজ্ঞী মহীয়সী, 

করেছো অকাতরে দান - 

অ-সুখে সুখ- শান্তি -স্বান্তনা আর 

বিনোদনের সুরেলা মধুর তান। 

সুরের ভুবন চিরঋণী রবে, 

তোমার সমকক্ষ কেউ না হবে, 

হে মহান - 

অর্ঘ্য লহ অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি অফুরান।