সংবাদপত্র শিল্পে অবদানের জন্য সম্মাননা পেলেন আতাউর রহমান


বাংলাভাষী ডেস্ক:
সংবাদপত্র শিল্পে বিশেষ অবদানের জন্য গোলাপগঞ্জে একজন সমাজ হিতৈষীকে সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ সমিতি। তিনি হচ্ছেন সাপ্তাহিক সিলেটের তথ্য’র প্রকাশক আতাউর রহমান। ২২ বছর ধরে যিনি পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন। রোববার বিকেলে উপজেলার ধারাবহরস্থ চন্দ্রনাথ পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। 
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও  সাংবাদিক শান্ত দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম চৌধুরী নবেল। 
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী নুরুল আম্বিয়া, বিশিষ্ট কন্ঠশিল্পী মুক্তা মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী শাবুল আহমদ,সহ সাংবাদিক সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে । 
প্রধান অতিথি শাহ দিদার আলম নবেল তাঁর বক্তব্যে আতাউর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, এরকম মহৎপ্রাণ সংবাদপত্র শিল্প বান্ধব ব্যক্তিদের কারণেই আমাদের পেশা এগিয়েছে। অনেকে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। সুতরাং আতাউর রহমানের মতো ব্যক্তিদের অবদানের স্বীকৃতি সময়ের দাবী রাখে। তাদেরকে মুল্যায়ন করা উচিত। তিনি এধরণের অনুষ্ঠান জন্য  সাংবাদিক কল্যাণ সমিতিকে ধন্রবাদ জানান।