স্বপ্নবাজ

স্বপ্নবাজ

গোলাম মোস্তফা 

আমরা কিছু অমোঘ নিয়মে বাঁধা আছি,

দিন রাত্রির আর্বতনে কিছু নিয়ম যেমন

দিন বাড়তে থাকলে রাত ছোট হয়

এক সময় রাত দিন সমান হয়

রাত বাড়তে থাকলে দিন ছোট হতে থাকে

নিয়ম মত দিন রাত্রি সমান হয়।

মানুষের ছায়া দীর্ঘ থেকে হ্রস্ব হতে যখন থাকে 

দিন তখন যৌবনে ধাবিত হয়,

ছায়া যখন হ্রস্ব থেকে দীর্ঘ হতে থাকে 

দিনের তখন অন্তিম যাত্রা শুরু হয়।

আমরা যখন সৎ গুনাবলী অর্জনে অগ্রসর হই

তখন সভ্যতা অগ্রগতির পথে অগ্রগামী হয়

আমরা যখন যাবতীয় নোংরামি রাষ্ট্রীয় ভাবে চর্চা করি

তখন উচু উচু ইমারত সৃষ্টি হয় বটে, সভ্যতা ধ্বংশ হয়।

আমরা যখন দৃষ্টি সংযত করি

নিজের মর্যাদা তখন উর্ধগামী হয়,

আমরা যখন দৃষ্টিকে প্রসারিত করে নগ্নতাকে আহ্বান করি

তখন নাম না জানা রোগ বালাই ঘাড়ে সওয়ার হয়।

আমরা যখন কাউকে সামনে বাড়ানোর জন্য সুযোগ করে দিই

সামনে বেড়ে চলা মানুষটা পিছনের জনকেও সমানে টেনে নেয়

আমরা যখন অশুভ প্রতিযোগীতায় কাউকে হারিয়ে দিই

তখন অশুভ আত্মাকে জমিনের দখল দিয়ে দেই।

এক সময় দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসে 

সব সুখ সুবিধা বন্যার মত ভেসে যায়

জমিনে কেবল হাহাকার আর আর্তনাদ শোনা যায়

সে দুর্যোগ কাটাতে অনেক বছর আর রক্ত ঢালতে হয়।

আমি সব সদ্ গুনের চাষাবাদ করতে চাই

আমি সব মেধাবীকে সামনে দেখতে চাই

আমি মেধাবীদের মাঝে বিশ্বাসের স্ফুলিঙ্গ দেখতে চাই

আমি মেধাবীদের মাঝে দেশপ্রেম দেখতে চাই।