সভ্যতা

সভ্যতা

শাহানাজ পারভীন শিউলী

সভ্যতা এখন গুমরে কাঁদে,

বোবা কান্নায় আছড়ে পড়ে মন্দাকিনীর ঢেউ।.

বাজপড়া বৃক্ষ,শিকড়ে পুষ্টি নেই। 

ঝলসিত আলোর কুণ্ডলী নিঃশেষিত করেছে এপুষ্টি,অক্সিজেন। 

পোয়াতি রমনীর মত,শরীরে প্রসব যন্ত্রণা। 

অহরহ ছটফট করে, ডানাভাঙা বাদুড়ের মতো।

সভ্যতার হৃদপিণ্ড ঈষার্ন্বিত,নিন্দিত, কলংকিত।

তার অস্তিত্বের শিরায়- উপশিরায় কোলেস্টরলে ভরা।

সে পান করেছে, নিকোটিনের উগ্র বিষ।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত, 

একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে রক্তের লোহিত কণিকা।

মৌমাছির মুখে মধু, তবুও পশ্চাতে বিষাক্ত হুল।

সভ্যতা এখন মুখোশ পরেনা।

তার মুখের আদল কদর্য,বীভৎস। 

প্রবৃত্তি আদিমতার অন্ধকারে। 

সে ফিরে এসেছে আপন সত্তায় 

আসল রুপটা ধরা দিতে।

ক্ষুধার্ত হায়েনারা দাঁত মেলিয়ে

বিদ্রুুপ করছে ভণ্ড সভ্যতাকে।।

সে বেঁচে আছে শামুকের জীবনের মতো।

দূর্বাঘাসে লুকিয়ে। 

কি দরকার? পত্রহীন ন্যাড়া বৃক্ষের? 

জীবন তো শুধুই জলপ্রপাতের ঢেউ।