একবার

একবার

কানিজ ফারজানা লাইজু

নদীর জল একবার ছোঁয়

পায় নাকো তাকে আর কখনো

খুঁজেছিল বৃষ্টির জলে

মেঘ বালিকার মত

ক্রন্দসী হয়ে বিকেল বেলা

জল হয়ে তৃষ্ণার্ত দুপুরে

নদীর স্রোত হয়ে চলে গেছ তুমি

মোম হয়ে পুড়ে পুড়ে 

শিখেছিলে অপেক্ষা কারে কয়

শিশু জন্ম দিয়ে জেনেছিলে ধৈর্য কি

ভালোবেসে বেদনার রঙ 

জীবনের ব্যথা বোধ

গাঢ় হয় অন্ধকারে

জীবন আকুল হয় জ্যোস্নার মত 

ঝরে পড়ে অনাস্বাদিত হয়ে

সরল জ্যামিতি অনতিক্রম্য অনুধাবন

ক্রমশঃ জটিলতর আকাঙক্ষার অপসৃয়মানতা

অসফল ফসল বোনা দুর্ভেদ্য দেয়াল

স্বপ্নে পাই তারে পাইনাকো দিনের আলোয়।