সৃষ্টির আঙিনায়  বর্ণালী স্রষ্টা

সৃষ্টির আঙিনায়   বর্ণালী স্রষ্টা

আনিচ রহমান

মনরে দেখলে না চাইয়া  

খেলছে পরম জীবের ঘরে 

স্বরূপে রূপ মিলাইয়া 

 মন-রে দেখলে না চাইয়া, 

স্বরূপ দিয়া মানুষের গায় 

দেল গায়েবে আহাদ লুকায় 

নিরা কারে আকার দেখায় 

আপনি বিলীন হইয়া 

মন-রে দেখলে না চাইয়া,

আল্লায় আদম ছুরাতে 

আছে প্রমাণ কোরআনে রটা 

আলিফের নোক্তা ছুটে বের নিচে পরলো গিয়া 

মন-রে দেখলে না চাইয়া। 

হইলো শুরু জীবের গঠন 

হামযা হেতায় হইলো চেতন 

শোন্যকারে শাঁই নিরঞ্জন বেড়াইতেছে ঘুরিয়া 

মন-রে দেখলে না-চাইয়া,

হামযা তারে দিলো আশ্রয় আপনার ঘরে নিয়া 

একের থেকে দুইয়ের সৃজন 

মিমের পর্দায় ঢাকনা দিয়া 

মন-রে দেখলে না চাইয়া, 

অর্থ নাই যার সে-তো ঠেকা 

বুদ্ধি নাই যার সে-তো বোকা 

খুঁজিয়া পাইনা যারে

যে গেছে হারাইয়া 

মন রে দেখলে না চাইয়া,

একদিন জীবনে দেখলাম না 

হারা বস্তু হারাইয়া 

কহে ফকির আনিচ কেমনে পাবে 

হারাইয়া গেছে সে যে আমি হইয়া 

মন-রে দেখলে না চাইয়া।