আল্লাহ ও হযরত আদম ( আঃ) এর কথোপকথন

আল্লাহ ও হযরত আদম ( আঃ) এর কথোপকথন

শাহীন রহমান

বুঝিতে পারিনি ছলনা তাহার তাই করিয়াছি ভুল, 

এই ভুবনের যত অনিষ্ট পাপ, সে জন তাহারই মূল ? 

বড় ভুল হলো ক্ষমা করো প্রভু,জান্নাতে দাও ঠাঁই, 

তুমি ছাড়া আর আমার আপন দ্যুলোকে কেহই নাই। 

তোমার করুনা লাভের আশে,আমি আছি হাত বাড়িয়ে, 

ক্ষমাতো শেষে করলেই প্রভু তবে কেনো দিলে তাড়িয়ে ? 

তোমার কথা না বুঝে মানিনী,কি হতো এখানে থাকিলে!  

 ধরনীতে যদি পাঠাবেই তুমি,জান্নাতে কেনো রাখিলে ?

প্রভু,আমি আজ একা সাথি হীন হয়ে মরু পর্বতে চরি, 

ওগো দয়াময় মনে বড় ভয়,এই হৃদয়ে তোমারে স্মরি। 

ভুল করেছি আমি গোনাহগার,গোনাহ গুলো যাও ভুলি,

বড় দয়া করে আবারও 'হে রব' বেহেশতে নাও তুলি। 

কহিলেন 'রব' স্নেহময় সুরে "শুধিতে তোমার ঋণ, 

মুসাফির হয়ে ধরনীতে তুমি থেকে এসো কিছু দিন । 

আজ থেকে তুমি বসতি গড়াও, বসুধার ভূমি পর, 

মনে গেঁথে নাও আল্লাহর দেওয়া সেটাই তোমার ঘর। 

মহত্ত্ব মোর গেয়ে এসো আজ ভুবন ব্যাপিয়া তুমি, 

পৃথিবীটা হোক তোমার শিশুর,অভয় চারণ ভূমি। 

বিনয়ের সাথে কৃত্তি আমার গেয়ে এসো তুমি ভবে,

আমার সাথে আবারও তোমার জান্নাতে দেখা হবে। 

সব কথা শুনে গভীর ব্যথায় আদম মুছিলো চোখ 

আজ থেকে আমি গোলাম, তোমার আশায় পুর্ন হোক

তোমার স্নেহের ফল্গুধারায় ঢেকে রেখো 'রব' তুমি 

এই পৃথিবীই হোক আমার শিশুর আবাদি জন্মভূমি।