সুভাষীনি

সুভাষীনি

আকাশ ইব্রাহিম

আমি জানিগো জানি ওগো সুভাষীনি

তোমার চোখের ভাষা কি।

কি তোমার না বলা কথা

হৃদয়ে বেজে যায় কারে না পাওয়ার ব্যাথা। 

কারে চাহে মন যখন তখন

কে বাজায় বিষের বাঁশি

সন্ধ্যা সাজে দিবা নিশি

উতলা পাগল করে মন।

কার লাগিয়া উদাস দুপুর

আধো ঘুমে স্বপ্নে বিভোর 

ঘুম ঘুম চোখ খুঁজে ফিরে

দেখলেই প্রান বাঁচে, না দেখলেই মরে।

কার লাগিয়া নিশি জাগিয়া

গেঁথেছো মালা যতন করিয়া

তারে কি পরিয়েছিলে গলে 

নাকি ছিড়ে ফেলেছো মালা আঁখি জলে।

আমি জনিগো জানি প্রিয়া

তোমার হৃদয়ে পাতা নকশী কাথা

যেথায় লেখা আছে সুতোর নকশায় নকশায়

কারনে অকারনে পাওয়া শত ব্যাথা।

তবু আজও মন পেতে চায়

বারণ নাহি শুনতে চায়।

স্বপ্নের শত নীল বোনায়

বরেবার ডাকো ফিরে আয়।