স্মৃতি

স্মৃতি

 শাহারা খান

  

কতদিন আমি দেখিনি ভাই

দেখিনি এমন মনোরম প্রভাত,

চোখ মেলেই দেখতাম যখন

মা আমার করছে মোনাজাত।

কতদিন হয় আজানের ধ্বনিতে

ভাঙ্গেনা আমার ঘুম

আলসেমী ছেড়ে মক্তবে যাওয়া,

হউক না কম্বলের যত উম।

কতদিন হলো দেখিনি আমি

বাবার স্নেহ মাখা মুখ,

আদর করে ডাকতো যখন

ভুলে যেতাম সকল দুখ।

কতদিন হয় ভাই বোনদের সাথে

হয়নি আড্ডা দেওয়া,

অল্প খাবার ভাগ করে খেতে

কি যে মজা পাওয়া।

কতদিন ধরে হয়নি হাঁটা 

কর্দমাক্ত গাঁয়ের মেঠোপথে,

বৃষ্টির দিনে জলে ভিজে

বাড়ি ফিরতাম কোনমতে।

কতদিন হয় শুনিনি ভাই

শুনিনি রাখালের বাঁশির সুর,

বটতলায় বসে বাজাতো যখন

লাগতো কি যে সুমধুর।

কতদিন হয় ধরিনি মাছ

পুকুর জলে আঁচল দিয়ে,

শাপলা তোলার কি যে মজা

কার আগে কে যাবো সাতরিয়ে।

এমনি আরও কত স্মৃতি

সদা ভাসে মনের আয়নায়,

শত কাঁদিলেও মধুময় সেইদিন

আর কি ফিরে পাওয়া যায়?