স্রষ্টার মহাদান

স্রষ্টার মহাদান

   ফরিদা হক

পথের ধারে সারে সারে রং বদলের হিড়িক, 
বাগ-বাগিচায় উচ্ছসি গায় গোলাপ ঝিলিক মিলিক।
টইটুম্বুর বিলাস মধুর শ্যামলিমার ছায়া,
স্নিগ্ধ প্রাতে জোছনা রাতে মন মাতানো মায়া।
তারি মাঝে ডালিয়া সাজে অরুণ রবির রং,
মিষ্টি পিওনি দুষ্টু চাউনি ঝুমকো লতার ঢং।
সন্ধ্যামালতী জবায় আরতি মগ্ন পূজারী মা,
ধন-ধান্যে পুষ্পারণ্যে তাতা থৈথৈ তা।
ভালোবাসা-বাসি দুখ শোকে হাসি জীবনের উপাখ্যান,
বিমূগ্ধ চোখ অসীম এ ভূলোক স্রষ্টার মহাদান।