সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু

সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া গণসমাবেশে এখন বিএনপির সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্যে দিচ্ছেন। তবে দুপুর ২টার পর থেকে গণসমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্যে রাখবেন।

এদিকে গণসমাবেশের জন্য ২১০০ বর্গফুটের মঞ্চ নির্মিত করা হয়েছে। ৭০ ফুট দৈর্ঘ্যের ও ৩০ ফুট প্রস্থের সভামঞ্চ তৈরির পাশাপাশি লাগানো হয়েছে ১২৫টি মাইক। গণসমাবেশের মাঠ ছাড়াও সিলেট নগরজুড়ে সড়কের দুই পাশে লাগানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নগরীর প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ। গণসমাবেশকে কেন্দ্র করে গত দুইদিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন মাঠে ও আশপাশে থাকা নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ।