হে ফেব্রুয়ারি, তোমায় কি ভুলতে পারি?

হে ফেব্রুয়ারি, তোমায় কি ভুলতে পারি?


গোলাম রববানী 

ডিজিটাল প্রজন্ম ভাষা আন্দোলন দেখিনি
দেখেছে বলো ক'জন আর ভাষাসংগ্রামী পাখি 
প্রজন্ম থেকে প্রজন্ম ঋণী অমর একুশে ফেব্রুয়ারি 
বলো আমরা কখনো কি তোমায় ভুলতে পারি

হে অমর অব্যয় অবিনাশী একুশে ফেব্রুয়ারি 
তোমার জন্যে সময়ের গর্ভে আজ মৃত্যুঞ্জয়ী গর্ভবতী 
সৌর ফুলকির মতো সগৌরবে হয়ে আছে মহীয়সী 
বলো আমরা কখনো  কি তোমায় ভুলতে পারি

অমর একুশে চেতনায় সেই শাণিত তরবারি 
ছালাম, রফিক, বরকত, জব্বারের কাছে চিরঋণী 
রমনার ঊর্ধ্বমুখী ঐ রাঙা প্রভাত কৃষ্ণচূড়ার তলা
একুশের সঙ্গে এগিয়ে চলার অপার অনুপ্রেরণা 

এ যেনো সুর ঝঙ্কারিত হাজার তারের এক বীণা
মা, মাটি আর বাংলা ভাষা যেনো বিনি সুতোয় বাঁধা
অতুল প্রসাদ সেনের বাহান্নর আ-মরি বাংলা ভাষা
আটই ফাল্গুনে তরতাজা প্রাণরক্ত দিতে ভুলিনি তারা
বুকে ধরে রাখবে আজীবন অমর একুশে ফেব্রুয়ারি 
বলো আমরা কখনো কি তোমায় ভুলতে পারি

বড় ব্যথা লাগে আজ ব্যথা লাগে মন প্রাণে
ভাষা বাঁচাবার তরে যারা প্রাণ বিলালো অকাতরে
সেই ভাষার মাঝে ঢুকে গেছে অপসংস্কৃতি বায়ু ফুঁড়ে 
বাতাসের বুকে বিষাদগীতি শোকের ফেব্রুয়ারি
বলো আমরা কখনো কি তোমায় ভুলতে পারি

প্রভাতফেরি প্রভাতফেরি হে অমর একুশে ফেব্রুয়ারি 
জন্মেছি এই বঙ্গে তোমায় কখনো কি ভুলতে পারি
কতো গান কতো কবিতা ফেব্রুয়ারি আনিয়াছো তুমি 
আরো কতো সুরকার গীতিকারে ভরিয়ে দিয়েছো ধরণী 
একুশে ফেব্রুয়ারি কখনো কি তোমায়  ভুলতে পারি

আটই ফাগুনের প্রথম প্রহরে শহীদ মিনারের তলে
মাথানত করে কতো পবিত্রসত্তা রক্তিম পুষ্পাঞ্জলিতে
অ আ ক চ ট ত প.. সন্তানহারা মায়ের আজন্ম সাথী
এ বর্ণমালা ভালোবাসি আমি তোমায় ভালোবাসি
বলো কখনো কি তোমায় আমরা ভুলতে পারি

ফুল, পাখি, নদী, শিশির আর ধূলোকণা
দীর্ঘদিবস দীর্ঘরজনী গাইছে গান শুধু বাংলা ভাষা
মায়ের শাল দুধের মতো নরম আমার বাংলা ভাষা
রক্তের বিনিময়ে আনা আমার বুকের সরল ভাষা
পেরিয়েছি আজ বিষাদের শ্মশান আর কারবালা

হে একুশে ফেব্রুয়ারি বলো তোমায় কি ভুলতে পারি?