হেতিমগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিলেন প্রবাসী সমাজসেবী বেলাল আহমদ

বাংলাভাষী ডেস্কঃঃ

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে স্কুল ড্রেস পেলো শতভাগ শিক্ষার্থী। এ উপলক্ষে বৃহস্পতিবার স্কুলপ্রাঙ্গণে আয়োজিত স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান। বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নজমুল আলম সাংবাদিক মো. ফয়ছল আলম। হেতিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বেলাল আহমদের সৌজন্যে বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাফরান জামিল। সহকারী শিক্ষক বিপ্লব দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও শিক্ষানুরাগী সুজন আহমদ খান, ইউপি সদস্য শামীম আহমদ প্রধান শিক্ষক দেব দুলাল দত্ত, সহকারি শিক্ষিকা বাবলী রানী দে, বাহার বেগম ও ফাহিদা বেগম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হেলাল আহমদ, এমরান আহমদ, তোফায়েল আহমদ এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। ফলে এখন দেশে শিক্ষার সুযোগ বেড়েছে। আগের মতো সমস্যা কোথাও নেই। এরপরও যেখানে আমরা সমস্যার খবর পাই সেটি তাৎক্ষনিক সমাধানের উদ্যোগ নেই। এ বিদ্যালয়েরও কোনো সমস্যা থাকবেনা। পর্যায়ক্রমে সব সমস্যা সমাধান করা হবে। তবে শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক ভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জাফরান জামিল বিদ্যালয়ের উন্নয়নে উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন এবং স্কুল ড্রেস প্রদানের জন্য প্রবাসী সমাজসেবী বেলাল আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।