হিমশীতল মৃত্যুর অপেক্ষায়

হিমশীতল মৃত্যুর অপেক্ষায়

গোলাম কবির 

 আমার আকাশ জুড়ে বিষাদের 

 দীর্ঘ ছায়া লেপ্টে আছে যেনো 

 নববধূর অঙ্গে সযত্নে মাখা মেহেদী। 

 এই পথ ধরে হেঁটে হেঁটে 

 ক্লান্ত ভীত হরিণের দল শীর্ণ নদীতটে 

 জলপান করতে এসে হারায় প্রাণ 

 কুমিরের নোনা মাংসের ক্ষুধার 

 লোলুপতায়, পরিযায়ী পাখিদের দল 

 ঘুরে ফিরে যায় অন্য কোথাও 

 ভয়াল সন্ত্রাসের ঝাঁজালো দিনে 

 পেশাদার পাখি শিকারীর ভয়ে। 

 জীবন কাটে কেবলই মৃত্যকে আলিঙ্গন

 করার সহিষ্ণু অপেক্ষায় রাত্রিদিন, 

 প্রতিদিনই এতো এতো মৃত্যুর মিছিলের

 একজন হবার জন্য মৃত্যুর ফেরেশতাকে

 ডাকি জলচৌকি পেতে বসতে 

 আমার ডেরায়, কই আসে না তো সে! 

 আর কতো অপেক্ষা করতে হবে তোমার

 জন্য, ফুরায় না তো অপেক্ষার পালা!  

 হিমশীতল মৃত্যু ডেকে নেয় না তো আমায়!