হাসি

হাসি

রেবিন চৌধুরী

যদি হাসি কিনতে চাও হাসি, দুঃখিনি রে ভালোবাসি

একবেলা ভাত পায় যদি দেয় আকাশ ছোঁয়া হাসি। 

হাসতে জানেনা এমন মানুষ

নেই তো জানি ধরায় 

হাসতে জানলেও হাসেনা ওরা

সদায় দুঃখে জড়ায়। 

দুখি মুখের সুখের হাসি

দু'বেলা দুটো ভাতের থাল,

তাও যদি না জোটে কপালে

রাও বেরোয় কি মুখটা খোলে

দুঃখে যাদের হৃদয় গলে

সজল চোখে আগুন জ্বলে

ঝাপসা দেখে হাটতে পড়ে

ভাবনা সবই টালমাটাল। 

যদি হাসি কিনতে চাও হাসি, দুঃখীনিরে ভালোবাসি 

একবেলা ভাত পায় যদি দেয় আকাশ ছোঁয়া হাসি। 

রঙ মাখানো দুনিয়াটিরে

দোযখ লাগে দুঃখের ভারে

রাশিরাশি দুঃখ ঠেলে

হাসতে কি কেউ পারে ওরে?

বুকের কাশি খুব বেড়েছে

শীত বস্ত্র নেই কাঁপতে আছে

ঠোঁটের হাসি লুকিয়ে গেছে

রুগ্ন হাড়ের ভিড়ে।

কথা কয়না মাথা নাড়ে

ব্যাথায় বড়ই অধীর হায়রে

মুচকি হাসি বিক্রি করে

ভাত দিলে কেউ সোহাগ ভরে

ভুবণ ভোলায়ে যে হাসি যায়

মাবুদ আল্লার আরশে উড়ে ।

যদি হাসি কিনতে চাও হাসি,

দুঃখীনি রে ভালোবাসি 

একবেলা ভাত পায় যদি দেয় আকাশ ছোঁয়া হাসি। 

 

রোদ বৃষ্টি ঝড়ের সাথে

নিত্য লড়াই করে বাঁচে

একটা হাসি কিনেই করো

মানবতার বড়াই শেষে । 

অল্প দামে কিনতে পারো

জান্নাতের ই বাগান হেনো

ফিক করা সেই রুগ্ন হাসি

বড়ই মুল্যবান জেনো। 

বিত্তবানের চিত্তের তেলে

দুখির বাতি জ্বেলে দিলে

তোমার মনের আনন্দ দ্বার

সেই হাসিতে যাবেই খোলে।

যদি হাসি কিনতে চাও হাসি, দুঃখীনি রে ভালোবাসি

একবেলা ভাত পায় যদি দেয় আকাশ ছোঁয়া হাসি । 

ধর্ম বর্ণ ভেদ না করে

বিলিয়ে দিয়ে সুখের ভাগ

মানবতার তরে দাঁড়াও

ভুলে গিয়ে আত্মদেমাগ। 

কে আছও ভাই হও আগুয়ান, কিনবে হাসি বিজলী সমান,

অনাহারির অন্ন দানে

স্বর্গ কিনবো জনে জনে

ধরাধামে সুখ ছড়াবো

দুঃখ ধুয়ে স্বস্তি দেবো

মন বিলিয়ে ধন বিলাবো

শান্তি দেব দুঃখীর প্রাণে। 

বুক জুড়াবে সুখ কুঁড়াবে

সুখ বিলায়ে হবো ই মহান 

যদি হাসি কিনতে চাও হাসি, দুখিনীরে ভালোবাসি

একবেলা ভাত পায় যদি দেয় আকাশ ছোঁয়া হাসি।