কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
বাংলাভাষী ডেস্কঃঃ
বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।
আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সমরেশ মজুমদার। সোমবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ মৃত্যু হয় তার।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে ভর্তি করানো হয়েছিল। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সিওপিডি সমস্যা ছিল এই কথাসাহিত্যিকের। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।
১৯৪৪ সালের ১০ মার্চ জলপাইগুড়ির চা বাগান ঘেরা ডুয়ার্সে জন্ম সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী এই সাহিত্যিকের। স্কুলজীবন শুরু জলপাইগুড়ি জেলা স্কুলে। পরে ১৯৬০ সালে তিনি কলকাতায় আসেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
একাধারে নাটক, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, গোয়েন্দাকাহিনি ও কিশোর উপন্যাস লেখক ছিলেন সমরেশ মজুমদার। চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ড। ২০১৮ সালে তাকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।