‘শিশুদের নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশের দু বোন কেকা ও কুহু

বিশ্বব্যাপী শিশু অধিকার, ন্যায়বিচার ও মানবিক পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখা সাহসী কিশোরদের সম্মান জানাতে প্রতিবছর যে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল চিলড্রেন’স পিস প্রাইজ প্রদান করা হয়, যা ‘শিশুদের নোবেল’ নামে পরিচিত—সেই সম্মানজনক পুরস্কারের জন্য এবার মনোনীত হয়েছেন বাংলাদেশের দুই সহোদর কিশোরী বোন কারিমা ফেরদৌসী কেকা ও কাশফিয়া জান্নাত কুহু।
নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কিডসরাইটস ফাউন্ডেমন কর্তৃক প্রদত্ত এই পুরস্কারের জন্য ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দুই শতাধিক শিশু অধিকারকর্মীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্থান করে নিয়েছেন কেকা ও কুহু। এই অর্জন পুরো জামালপুর তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।