রবিবার থেকে ইউরোপে প্রবেশে ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য চালু হচ্ছে নতুন বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা

রবিবার থেকে ইউরোপে প্রবেশে ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য চালু হচ্ছে নতুন বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা

রবিবার থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশকারী ব্রিটিশসহ অ-ইইউ নাগরিকদের জন্য চালু হচ্ছে নতুন বায়োমেট্রিক চেকিং ব্যবস্থা (Entry/Exit System - EES)। এই ব্যবস্থার আওতায় যাত্রীদের আঙুলের ছাপ ও ছবি নেওয়া হবে, পাশাপাশি পাসপোর্ট স্ক্যান এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য (যেমন থাকার জায়গা, ফেরার টিকিট, অর্থ ও বীমা) যাচাই করা হতে পারে।

২০২২ সালে চালুর কথা থাকলেও বিলম্বে এবার শুরু হচ্ছে ব্যবস্থা, যা প্রথমে সীমিতভাবে কার্যকর হবে—অর্থাৎ সব যাত্রীকে একসাথে নয়, ধাপে ধাপে পরীক্ষা করা হবে। পূর্ণ কার্যক্রম শুরু হতে আরও প্রায় ছয় মাস লাগতে পারে।

ইউরোস্টার, ডোভার ও ইউরোটানেল টার্মিনালে অতিরিক্ত অবকাঠামো স্থাপন করা হয়েছে, কারণ এই চেকের কারণে দীর্ঘ সারি ও বিলম্বের আশঙ্কা রয়েছে। এজন্য যুক্তরাজ্য সরকার কেন্ট অঞ্চলে অতিরিক্ত পার্কিং সাইট প্রস্তুত রেখেছে।

ইইউ কমিশন জানিয়েছে, এই ব্যবস্থা ভ্রমণকে “আরও নিরাপদ ও সহজ” করবে এবং সীমান্ত কর্মকর্তারা দ্রুত যাত্রীদের তথ্য যাচাই করতে পারবেন।
তবে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয় বলেছে, যদিও প্রতিজন যাত্রীর চেক প্রায় দুই মিনিটের মধ্যে শেষ হওয়ার কথা, তবুও অতিরিক্ত ভিড়ের কারণে অপেক্ষা বেড়ে যেতে পারে।

ভ্রমণ সংস্থা Abta-এর এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক ব্রিটিশ নাগরিকই এখনো এই নতুন নিয়ম সম্পর্কে অজ্ঞাত। যারা ব্রেক্সিট-পরবর্তী ৯০ দিনের ভ্রমণসীমা অতিক্রম করছেন, তারা এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবেন।

পণ্যবাহী ট্রাকচালকদের জন্য বিশেষ ছাড়ের দাবি উঠেছে, কারণ তারাও এই চেকের আওতায় পড়বেন।
ইইউ আশা করছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে পাসপোর্টে সিল দেওয়ার প্রথা বন্ধ হবে এবং গ্রীষ্মের আগে পুরো ব্যবস্থা কার্যকর হবে।