স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ. কে" আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা -সম্পন্ন

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ. কে"  আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা -সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি 

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। আজ যারা শিশু তাদেরকে যদি আমরা সযতনে , সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষতে তারা হবে এদেশের এক একজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক। 
 মনের বিকাশ শিশুর জ্ঞান, বুদ্ধি, মেধা, আবেগ ও অন্যের সাথে মেলামেশা করার দক্ষতা অর্জন করার সুযোগ করে দেয় l একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধি বা মনের বিকাশেরও সমানভাবে সুযোগ করে দিতে হবে।

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে 
সব সময় শিশুদের নিয়ে কাজ করে


বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ ৭ ই মার্চ উপলক্ষে "স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ. কে" কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২৪ ইং 
গত ০৯/০৩/২০২৪ ইং তারিখে মৌলভিবাজার শহরের শমসেরনগর "এর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে " জনাব শ্রদ্ধেয় মুজিবুর রহমান রঞ্জু অধ্যক্ষ -আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল ও সাংবাদিক প্রথম আলো এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জনাব রেজাউজ্জামান রাজ- শিক্ষক  আর্ট এন্ড কালচার - বি এ এফ শাহীন কলেজ, শমশেরনগর, পেট্রা কোম্পানির এক্সিকিউটিভ অফিসার সাইফুল ইসলাম  শিপুল , আব্দুল সুফিয়ান, এডমিন স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ কে এছাড়াও আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল এর  শিক্ষক মুহিবুর রাহমান শামীম  সহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ কে এর এমন আয়োজনে উপস্থিত সবাই বাহবা দেন এবং সামনে যেনো আরও বড় পরিসরে এমন মননশীল অনুষ্ঠানের আয়োজন করা হয় 
 অভিভাবক ও উপস্থিত ব্যাক্তিবর্গ মতামত প্রকাশ করে  ভুয়ষী প্রশংসা করেন

উক্ত অনুষ্ঠানে ১৬০ জন অংশগ্রহণকারী  শিক্ষার্থির  মধ্যে 
"ক "  "খ" "গ" ও "ঘ"  এই  চার বিভাগে মোট (প্রথম,  দ্বিতীয়, তৃতীয়) ১২ টি পুরষ্কার  এবং বিশেষ পুরষ্কার  হিসেবে  অংশগ্রহণকারীদের  সনদসহ  পুরষ্কার প্রদান করা হয়৷।

প্রথম অবস্থায় তিন বিভাগে অনুষ্ঠান করার কথা থাকলেও উপস্থিত বাচ্চাদের এতো সুন্দর অঙ্কন দেখে পরবর্তীতে উপস্থিত সবার পরামর্শে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকের  প্রতিষ্টাতা কবি  নূরজাহান রহমান এর নির্দেশনায়  আরো বিভাগ বৃদ্ধি করা হয়