বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব এর আলোচনা সভা  অনুষ্টিত 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব এর আলোচনা সভা  অনুষ্টিত 

মাহমুদুর রহমান শানুর 

লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে  প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের এর  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের। 
 মুক্ত-সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিনটি পালন হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য "‘ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম: পরিবেশগত সঙ্কট মোকাবেলায় সাংবাদিকতা’"।


১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতি বছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে। আরএসএফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা ২০০২ সাল থেকে এ সূচক প্রকাশ করছে। সংস্থাটির গত বছর প্রকাশিত তথ্য অনুযায়ী মুক্ত গণমাধ্যম সূচকে ২০২৩ সালে একধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ১৬৩তম। 
সভার আয়োজন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব। 
প্রধান আলোচক ছিলেন বিবিসি বাংলা বিভাগের সাবেক সম্পাদক ও প্রথম আলোর উপদেষ্টা সম্পাদক কামাল আহমদ। সিনিয়র সাংবাদিক  ও টিভি উপস্থাপক উর্মী মাজহার। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেছেন সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। সাপ্তাহিক পত্রিকা সম্পাদক প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব এমদাদুল হক চৌধুরী। কবি লেখক মুজিবুল হক মনি। লেখক হামিদ মোহাম্মদ।এডিটরস সম্পাদক আহাদ চৌধুরী বাবু। দর্পন সম্পাদক রহমত আলী। ৫২ বাংলা টিভি'র আনোয়ারুল ইসলাম অভি। সাংবাদিক জি আর সোহেল।  আরো উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির  সদস্য আনোয়ার শাহজাহান


বাংলাভাষীর সম্পাদক ওলিউর রহমান খান
সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল। সহসভাপতি ব্যারিষ্টার তারেক চৌধুরী।. হাওয়া টিভি'র ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান শানুর।এনটিভির সাংবাদিক কয়েস আহমদ রুহেল। এটিএন বাংলার সাংবাদিক আকরাম হোসেন। মাসুদ আহমেদ সহ  অসংখ্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।