লন্ডনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর উদ্যোগে ত্রয়োদশ বইমেলা২০২৫

নূরজাহান শিল্পী
লন্ডনে প্রবাসী বাঙালিদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর উদ্যোগে লন্ডন বাংলা বইমেলা”-এর ত্রয়োদশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও প্রবাসী বাঙালিদের সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক আবেগের অনন্য প্রতিফলন ঘটেছে এবারের আয়োজনে।
গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর লন্ডনের ব্র্যাডি আট সেন্টারে দুই দিনব্যাপী এই বইমেলায় লেখক, পাঠক, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজনটি করে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। দুপুর ২টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মাহমুদ শাহ্ কোরেশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শামীম আজাদ, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী শুভ্র দেব, কানাডা প্রবাসী কবি আবুল হাসিব ও কবি রোকসানা লেইস।
এবারের মেলায় গুণিজন পদক পান কবি আতাউর রহমান মিলাদ, সাহিত্য পদক পান ছড়াকার দিলু নাসের, আর বেস্ট পারফরমার পদকে ভূষিত হন কবি মোসাইদ খান ও নাট্যকর্মী স্মৃতি আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি উদয় শংকর দুর্জয়, আর সভাপতিত্ব করেন সভাপতি কবি মোহাম্মাদ ইকবাল। মেলার প্রথম দিনই বিপুল সংখ্যক দর্শক, কবি-লেখক ও সাহিত্যপ্রেমীর উপস্থিতিতে প্রবাসে এ আয়োজন রূপ নেয় এক মিলনমেলায়।
প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয় ‘তৃতীয় বাংলা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশেষ চমক ছিল প্রথমবারের মতো দুইজন খুদে লেখকের বইয়ের মোড়ক উন্মোচন—১০ বছরের একজন লেখক লিখেছেন তাঁর প্রাইমারি স্কুলের অভিজ্ঞতা নিয়ে, আর ১২ বছরের আরেকজন প্রকাশ করেছেন নিজের কবিতা। ব্রিটিশ বাংলাদেশি এই দুই খুদে লেখকের প্রকাশনা দর্শকদের মুগ্ধ করে।
দ্বিতীয় দিনে বেশ কয়েকজন লেখকের বইয়ের মোড়ক উন্মোচন হয়। আয়োজিত হয় স্বরচিত কবিতা পাঠের আসর, যেখানে বাচিকশিল্পীরা পরিবেশন করেন স্বনামধন্য কবিদের কবিতা। সবশেষে একুশে পদকপ্রাপ্ত শিল্পী শুভ্র দেবের সংগীতানুষ্ঠান মেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রবাসের মাটিতে থেকেও শিকড় ও সংস্কৃতির প্রতি টানকে দৃঢ় করার এক অনন্য আয়োজন হিসেবে ত্রয়োদশ বাংলায় বইমেলা আবারও প্রমাণ করল—বাংলাদেশি সংস্কৃতি ও সাহিত্যচর্চার আলো প্রবাসেও সমান উজ্জ্বল।